হবিগঞ্জের বানিয়াচংয়ে বাইসাইকেলে বিশ্ব ভ্রমণকারী রামনাথ বিশ্বাসের বাড়িতে গিয়ে অবৈধ দখলের সংবাদ সংগ্রহকালে হামলার শিকার হওয়া সাংবাদিকের মামলায় অভিযুক্ত ওয়ালিদ মিয়া (২৭) নামে ১জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (১২ সেপ্টেম্বর) বিকালে একই এলাকায় শ্বশুড় বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওয়ালিদ মিয়া উপজেলা সদরের চানপাড়া গ্রামের আব্দুল ওয়াহিদ মিয়ার ছেলে।
জানা যায়, গত রবিবার (১১ সেপ্টেম্বর) বিকালে রামনাথ বিশ্বাসের বাড়ির তথ্য সংগ্রহ করতে অবৈধ দখলকারীদের হামলার শিকার হন বিডিনিউজটোয়েন্টিফোরের স্পেশাল এ্যাসাইনমেন্ট এডিটর রাজীব নূর ও স্থানীয় ৩ সাংবাদিক। এ ঘটনায় দায়ের করা মামলায় ওয়ালিদ (২৭)কে গ্রেপ্তার করা হয়।
আহত সাংবাদিকরা হচ্ছেন, দৈনিক কালের কণ্ঠের বানিয়াচং প্রতিনিধি মোশাহেদ আলী শাহেদ, দৈনিক সমাচার পত্রিকার প্রতিনিধি মো. তৌহিদ মিয়া ও দেশসেবা পত্রিকার প্রতিনিধি আলমগীর রেজা। এ ঘটনার পূর্বেও এ বাড়িটির তথ্য সংগ্রহ করতে গিয়ে অবৈধ দখলদারদের হাতে নাজেহাল হয়েছেন জেলার ২ সাংবাদিক।
এসব ঘটনায় বানিয়াচংয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
এ ব্যাপারে বানিয়াচং থানার (ওসি) অজয় চন্দ্র দেব জানান, সাংবাদিকের উপর হামলার ঘটনায় ওয়ালিদ নামে একজনকে আটক করা হয়েছে। সে বর্তমানে থানা হেফাজতে রয়েছে।