সিলেটের জৈন্তাপুর উপজেলায় ট্রাস্ট ফাউন্ডেশন, সিলেটের উদ্যোগে অসহায়, দরিদ্র অর্ধশতাধিক পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার জৈন্তাপুর দারুস সুন্না আলিম মাদ্রাসা প্রাঙ্গণে সংগঠনের প্রতিষ্ঠাতা সৌদি আরব প্রবাসী জাহেদ আহমেদের সহযোগিতায় এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জৈন্তাপুর ট্রায়েবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর চেয়ারম্যান ক্লেসেন্ট চিশিম বর্ষা, স্থানীয় সাংবাদিক আবদুল হালিম, গোলাম সারোয়ার বেলাল, সমাজকর্মী শামীম আহমদ প্রমুখ। এছাড়া সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন শাহ গোলজার আলম চৌধুরী (পাপলু) ও সাত্তার আহমদ।
ট্রাস্ট ফাউন্ডেশনের ত্রাণ পেয়ে অসহায়, দরিদ্র লোকজন সংগঠনের প্রতিষ্ঠাতা সৌদি আরব প্রবাসী জাহেদ আহমেদ ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সবসময় অসহায়, দরিদ্র মানুষের পাশে থাকার আশা প্রকাশ করে সংগঠনের প্রতিষ্ঠাতা সৌদি আরব প্রবাসী জাহেদ আহমেদ বলেন, ‘আমরা বন্যার সময় দুর্গত মানুষের পাশে ছিলাম। বন্যা পরবর্তী সময়েও তাদের পাশে আছি। ভবিষ্যতেও তাদের পাশে থাকবো।’