কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট বা সেপা চুক্তি সইয়ের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দ্বিপাক্ষিক বৈঠক শেষে নয়াদিল্লিতে যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দুই প্রধানমন্ত্রী।
নরেন্দ্র মোদি বলেন, দুই দেশের মধ্যে আমরা বাণিজ্য বাড়াতে আগ্রহী। সেজন্য সেপা সই করার কার্যক্রম শুরু করব।
৪ দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার (৫ সেপ্টেম্বর) নয়াদিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে তিনি এ সফর করছেন।