জগন্নাথপুরে তিনটি কেন্দ্রে ৩০ টাকা দরে চাল বিক্রি শুরু

আজ থেকে সুনামগঞ্জর জগন্নাথপুরে তিনটি কেন্দ্রে ডিলারের মাধ্যমে উপজেলা পর্যায়ে খোলা বাজারে প্রতি কেজি চাল ৩০
টাকায় বিক্রি করবে সরকার। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর ) সকাল ১০ টায় জগন্নাথপুর রানীগঞ্জ রোড জগন্নাথপুর বাজারে  এ কার্যক্রমের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার সাজিদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রব, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ ভারপ্রাপ্ত কর্মকর্তা শিমলা রায়, কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, খাদ্য পরিদর্শক ফজুল হক।আব্দুল মতিন পরিসংখ্যান তদন্তকারী।

সারাদেশের ন্যায় জগন্নাথপুর তিনটি কেন্দ্রে ডিলারের মাধ্যমে চলমান ওএমএস কার্যক্রম আরো সম্প্রসারিত করে সরকার
নিয়োগ দিয়েছেন। এরমধ্যে সব কেন্দ্রেই চাল বিক্রি করা হবে। আর আটা বিক্রি হবে ৪০৩টি কেন্দ্রে।

খাদ্যবান্ধব কর্মসূচিতে মোট প্রতিদিন ২ হাজার কেজি বিক্রি করবেন ডিলার, প্রতি পরিবারকে প্রতিদিন ৩০টাকা কেজি করে চাল দেওয়া হবে। এ কার্যক্রম সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এ ৩ মাস পরিচালিত হবে।।

তিনটি ডিলার হলো পৌর পয়েন্ট রানীগঞ্জ রোডে সুশান্ত কুমার রায়, বটের তল হাসপাতাল রোডে বশির আহমেদ, জগন্নাথপুর মাদ্রাসা পয়েন্ট সুনামগঞ্জ রোডে হাসান আহমদ।