হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহি উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ নওয়াজ (মিলাদ গাজী)।
এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গতি গোবিন্দ দাশ, নারী ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ইমদাদুল হক মুকুল, সাধারণ সম্পাদক খালেদুর রহমান খালেদ, সাংগঠনিক সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, নবীগঞ্জ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অঞ্জন রায়সহ প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
সভায় বক্তাগণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদার, কিশোর গ্যাং ও মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন ইত্যাদির ওপর গুরুত্বারোপ করে বক্তব্য প্রদান করেন।
সাংসদ মিলাদ গাজী বলেন, আমাদের সামাজিক দায়বদ্ধতা রয়েছে। যানজট, মাদক, সন্ত্রাস নিরসনে ও সমাজ উন্নয়নে সবাইকে মিলে-মিশে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। আজ বঙ্গবন্ধুর সেই স্বপ্ন তারই কন্যা শেখ হাসিনা বাস্তবায়ন করছেন।