সিলেটের জৈন্তাপুর উপজেলায় নিজপাট কমলাবাড়ী গ্রামের কালা মিয়ার বিল্ডিংয়ে অভিযান চালিয়ে ৮ লাখ ৫২ হাজার ৯০ ভারতীয় রুপিসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার দুজন হলেন, নরসিংদীর রায়পুরা উপজেলার দক্ষিণ মির্জানগর গ্রামের চান মিয়ার ছেলে আলী আহমদ (৩২) ও তার স্ত্রী ছালেহা বেগম।
এসময় তাদের কাছ থেকে ১ লাখ ৬১ হাজার ৭৭০ বাংলাদেশী টাকা ও ৩০টি চেক বইও উদ্ধার করা হয়।
সোমবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টায় শুরু হয়ে ঘন্টাব্যাপী চলে এ অভিযান।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ।
ওসি জানান, আটক দু’জন দীর্ঘদিন থেকে অবৈধভাবে ভারতীয় অর্থের লেনদেন করে আসছিল। এমন সূত্রে এমন সংবাদ পেয়ে পুলিশের একটি দল উপজেলার নিজপাট কমলাবাড়ী গ্রামের কালা মিয়ার বিল্ডিংয়ে অভিযান চালায়। এসময় তাদের ঘরের ভেতর তল্লাশি চালিয়ে ৮ লাখ ৫২ হাজার ৯০ ভারতীয় রুপি ও ১ লাখ ৬১ হাজার ৭৭০ বাংলাদেশী টাকা পাওয়া যায়। এসময় ৩০টি চেক বইও জব্দ করা হয়।
অবৈধভাবে অর্থপাচার ও লেনদেনের অভিযোগে স্বামী-স্ত্রী দুজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।