ইন্দোনেশিয়ায় স্থানীয় সময় সোমবার সকাল থেকে তিন দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তবে ভূমিকম্পের কারণে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে ইন্দোনেশিয়ার আবহাওয়াবিজ্ঞান ও ভূপদার্থবিজ্ঞান সংস্থার (বিএমকেজি) জানিয়েছে।
বিএমকেজি জানায়, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় ঠিক আগে সুমাত্রার পশ্চিম উপকূলে মেনতাওয়াই দ্বীপপুঞ্জে অগভীর ভূমিকম্প রেকর্ড করেছে। তবে এতে সুনামির সতর্কতা জারি করেনি।
স্থানীয় সময় সোমবার ভোর থেকে পরপর তিনটি ভূমিকম্প সেখানে আঘাত হানে। প্রথম দফায় ৫ দশমিক ২ মাত্রায়, দ্বিতীয় দফায় ৫ দশমিক ৪ মাত্রা ও তৃতীয় দফায় ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে বলে বিএমকেজি জানিয়েছে।
এসব ভূমিকম্পে কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হলেও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।