কলম্বিয়ার উত্তরাঞ্চলের একটি মহাসড়কে দুই সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ড সাংবাদিকদের পেশার সঙ্গে সম্পর্কিত কি না তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয় সময় রোববার (২৮ আগস্ট) এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, একটি অনুষ্ঠান থেকে ফিরছিলেন অনলাইন রেডিও স্টেশনের ডিরেক্টর লেইনার মন্টেরো ও অনলাইন নিউজ ওয়েবসাইটের পরিচালক ডিলিয়া কনট্রেরাস। মাগডালেনাকে বিভাগের ফান্ডাসিওনের পৌরসভার কাছে পৌঁছালে দুর্বৃত্তের হামলায় তারা নিহত হন।
মাগডালেনার পুলিশ কমান্ডার আন্দ্রেস সেরনা বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, মন্টেরো এবং আরও কয়েকজনের মধ্যে মারামারি হয়েছিল। এই ঘটনার পর তারা ওই অনুষ্ঠান থেকে বেরিয়ে আসে। পরে তাদের গুলি করে হত্যা করা হয়।
যদিও কর্তৃপক্ষ বলছে, হত্যাকাণ্ড সাংবাদিকদের পেশার সঙ্গে সম্পর্কিত কি না তা এখনও স্পষ্ট নয়। হত্যাকাণ্ডের ঘটনা দ্রুত তদন্তের দাবি জানিয়েছে অলাভজনক বেসরকারি সংস্থা দ্য ফাউন্ডেশন ফর প্রেস ফ্রিডম।