ব্রুনাই থেকে জ্বালানি তেল আমদানির পরিকল্পনা

দ্বীপরাষ্ট্র ব্রুনাই থেকে জ্বালানি তেল আমদানির প্রক্রিয়া চলমান বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালের এপ্রিলে সফর করেন দেশটি। তারই ফিরতি সফর হিসেবে ঢাকায় আসার কথা রয়েছে ব্রুনাই সুলতান হাজি হাসান আল বলকিয়ার। এ সফরকে কেন্দ্র করে জ্বালানি আমদানি, শ্রমশক্তি রফতানিসহ ৩ থেকে ৪টি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তুতি চলছে দুদেশের। আলোচনায় থাকছে দ্বিপক্ষীয় নৌবাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি, প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ও।

৩১ আগস্ট ব্রুনাইয়ে সচিব পর্যায়ের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন মাসুদ বিন মোমেন। পররাষ্ট্রসচিব গণমাধ্যমকে জানিয়েছেন, তারিখ নির্ধারিত না হলেও অক্টোবরের মাঝামাঝি ঢাকা সফরে আসতে পারেন ব্রুনাই সুলতান। ডিজেল আমদানির বিষয়ে আলোচনা চলছে দুদেশের মধ্যে।

পররাষ্ট্রসচিব বলেন, ‘আন্তর্জাতিকভাবে জ্বালানির একটা সংকট তৈরি হয়েছে। তাই আমরা চাইব, ব্রুনাই এ ক্ষেত্রে আমাদের কোনো সহযোগিতা করতে পারে কি না। এখন আমাদের বেশি চাহিদা ডিজেল। তাই ডিজেলের বিষয়ে সহযোগিতা পাওয়া যায় কি না, সেটা দেখব।’