সাবেক আইজিপির বাড়িতে ডাকাতি, আটক ১

হবিগঞ্জের আজমিরীগঞ্জে পুলিশের সাবেক আইজিপির বাড়িতে ডাকাতির ঘটনায় শিরন মিয়া (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার শিবপাশা ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়। পরদিন শুক্রবার (২৬ আগস্ট) বিকেলে শিরন মিয়ার দেয়া তথ্যের ভিত্তিতে শিবপাশার আঞ্জাহাটিতে শিরন মিয়ার বাড়ি থেকে ডাকাতি করা মোবাইল ফোনটি উদ্ধার করেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা ও ওসি মাসুক আলী।

আটক শিরন মিয়া উপজেলার শিবপাশা ইউনিয়নের আঞ্জাহাটির মোহন মিয়ার পুত্র।

গত বুধবার (২৪ আগস্ট) ভোরে পুলিশের সাবেক আইজিপির ভাতিজা প্রবাসী জাহাঙ্গীর আলম চৌধুরীর বসতঘরে ডাকাতি সংঘটিত হয়। বুধবার রাতে জাহাঙ্গীর আলম চৌধুরীর স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে আজমিরীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি এবং শিরন মিয়াকে আটক করি। সে স্বীকার করেছে যে সে ঘটনার সাথে জড়িত। এ ঘটনায় তার সাথে আরও তিনজনের জড়িত থাকার কথাও স্বীকার করে সে। তার দেয়া তথ্যমতে তার বাড়ি থেকে মোবাইল ফোনটি উদ্ধার করি। বাকিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।