তাহিরপুরে শোক ও শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ

সুনামগঞ্জের সীমান্তবর্তী উপজেলা তাহিরপুরে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা কমান্ড, ক্রীড়া সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পাবলিক মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হয়। এতে উপজেলা প্রশাসন ছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়। সভা শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

তবে দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপ পৃথকভাবে কর্মসূচি পালন করেছে।

এদিকে দিবসটি উপলক্ষে উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের ছাত্রছাত্রীদের মাঝে রচনা, দেয়াল লিখন, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি ও দোয়া মাহফিলের আয়োজন করেন। অপরদিকে দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে চিকিৎসা সেবা ও মেডিকেল ক্যাম্প কার্যক্রম পরিচালিত হয়।