হবিগঞ্জের বানিয়াচংয়ে সাঁড়াশি অভিযানে ৭ কেজি গাঁজাসহ কুখ্যাত ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
আটক মাদক ব্যবসায়ীরা হলো- বাতাকান্দি গ্রামের মুসলিম উল্লার পুত্র শাহাব উদ্দিন (৬০), বাগহাতা গ্রামের মৃত সমন মুন্সীর পুত্র মো. নুরুল হক (৪৫), লোহাজুরী (বর্তমান) ও ইছবপুর গ্রামের মৃত আব্দুস ছত্তারের পুত্র রহমত আলী (৪৫)।
শনিবার (১৩ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে এসআই ওমর ফারুক, এসআই সবুজ কুমার নাইডু, এএসআই মহসিন মিজি, এএসআই হারুন রশীদ এর নেতৃত্বে সংগীয় ফোর্সের সহায়তায় উপজেলার ৬নং কাগাপাশা ইউনিয়নের বাতাকান্দি গ্রামে অভিযান পরিচালনা করে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
অপরদিকে শনিবার দিবাগত রাত প্রায় ১২টায় এসআই সন্তোষ চৌধুরী, এসআই মোহাম্মদ সাদ্দাম হোসেন, এএসআই মো. তোহা সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলা সদরের ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের মিনাট গ্রামে অভিযান পরিচালনা করে নগদ ১২ হাজার ৪’শ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ ৫ জুয়াড়ি মৃত মুরাদ আলীর পুত্র মো. আজিজুর রহমান ওরফে সাইদুর রহমান (৩১), মৃত উকিল মিয়ার পুত্র ছিদ্দিক মিয়া (৩৫), জয়নাল মিয়ার পুত্র মো. বসু মিয়া (৪৫), মৃত মুনাফ মিয়ার পুত্র করম আলী (৪০), মৃত আব্বু কাইয়ুমের পুত্র সাহানুর মিয়াকে (৪২) আটক করে।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেন। আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক আসামিদের বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদক, জুয়া, চুরি, ডাকাতি, মারামারি রোধকল্পে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি অজয় চন্দ্র দেব।