জগন্নাথপুরে চার ব্যবসাপ্রতিষ্ঠানকে অর্থদণ্ড

সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চারটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (১৪ আগস্ট) দুপুর ১২টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলামের নেতৃত্বে জগন্নাথপুর পৌরসভার বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মূল্য তালিকা না থাকায় ও মেয়াদোর্ত্তীণ পণ্য পাওয়ায় স্বপ্ন ট্রেডার্সকে ৭ হাজার টাকা, গুরুদেব স্টোরকে ১০ হাজার টাকা এবং বেশি দামে কাঁচামাল বিক্রি করায় ভাই ভাই সবজি ভাণ্ডারকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া জ্বালানি তেল পরিমাপে কম দেয়ায় নাঈম ট্রেডার্সকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় সুনামগঞ্জ র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-৯) এর সদস্যরা উপস্থিত ছিলেন।