আমাদের দেশে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর লোকজন চরম অবহেলার শিকার। সমাজের অবহেলিত এই জনগোষ্ঠী মানুষের সাহায্য নিয়ে বেঁচে আছে। বিভিন্ন বিয়েবাড়িতে গিয়ে নাচ-গান ও দোকানপাটে গিয়ে সাহায্য চেয়ে টাকা উপার্জন করে তাদের জীবিকা নির্বাহ করতে হয়।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রভাব কাটতে না কাটতেই বন্যাপরবর্তী সংকটময় পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন তৃতীয় লিঙ্গ মানুষেরা। সরকার ২০১৩ সালে হিজড়াদের ‘তৃতীয় লিঙ্গ’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। তাদের ভোটাধিকারও দেওয়া হয়েছে। কিন্তু তারপরও সমাজে তাদের অবস্থানের তেমন কোনো পরিবর্তন ঘটেনি। সমাজে তারা প্রতিনিয়ত তুচ্ছতাচ্ছিল্যের শিকার হয়। সেই অবহেলিত জনগোষ্ঠীর মাঝে উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সেবা ফাউন্ডেশন।
শুক্রবার (১২ আগস্ট) দুপুরে জাফলং আমির মিয়া উচ্চবিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে জাফলংয়ে বসবাসরত ২১ জন তৃতীয় লিঙ্গের মানুষের মধ্যে ১৫ দিনের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় সেবা ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা নাদিম মাহমুদ বলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রভাব কাটতে না কাটতেই বন্যাপরবর্তী সংকটময় পরিস্থিতিতে অসহায় হতদরিদ্র মানুষদের মতো তৃতীয় লিঙ্গের লোকজনও বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। সেই বিষয়টি বিবেচনা করে তাদেরকে সহযোগিতার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে সেবা ফাউন্ডেশন। আজ তাদের পাশে দাঁড়াতে পেরে নিজেদের ধন্য মনে করছি। শুধু এটি করেই আমরা থেমে থাকতে চাই না। সমাজে অবহেলিত, নিগৃহীত তৃতীয় লিঙ্গের এই মানুষ পরবর্তীতে দীর্ঘমেয়াদি সুফল পাবে এমন কার্যক্রম গ্রহণ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। যতদিন সম্ভব হয় ততদিন সেবা ফাউন্ডেশন সাধ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে থাকবে।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, সেবা ফাউন্ডেশনের সভাপতি আবির আরিফ, সাধারণ সম্পাদক আল আমিন আজাদ, রিলিফ ম্যানেজমেন্ট এডভাইজার লোকমান আহমদসহ সেবা ফাউন্ডেশনের সদস্যরা।