চলমান পরিস্থিতিতে বিদুৎ ও জ্বালানি সাশ্রয়ে সপ্তাহে একদিন অনলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম। এতে বিদুৎ সাশ্রয় ছাড়াও ২০-২৫ শতাংশ জ্বালানী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কোষাধ্যক্ষ বলেন, আগামী সপ্তাহ থেকে প্রতি বৃহস্পতিবার অনলাইনে ক্লাস চলবে। বাকি চারদিন অফলাইনে ক্লাস ও পরীক্ষা চলবে। নযেহেতু সরকারিভাবে জ্বালানী ও বিদুৎ সাশ্রয় করতে বলা হয়েছে, তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। সপ্তাহে অন্তত একদিন অনলাইনে ক্লাস নেওয়া হলে সেদিন আমাদের পরিবহণ বন্ধ থাকবে। এতে জ্বলানি ও বিদ্যুত কিছুটা হলেও সাশ্রয়ী হবে বলে মনে করেন তিনি।
তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ তা মনে করেন না। গণিতের ছাত্র মুহাম্মদ সাইমুম পারভেজ বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্লাসে ৫-৬টা পাখা চলে। কিন্তু অনলাইনে ক্লাস হলে তখন প্রত্যেক শিক্ষার্থী আলাদা আলাদা পাখা চালাবেন। এতে বিদ্যুতের খরচ আরো বাড়বে বলে মনে করেন তিনি।