ব্রাজিলের কাতার বিশ্বকাপের জার্সি উন্মোচন

আসছে ২১ নভেম্বর থেকে শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ ফুটবল। মরুর বুকে ঝড় তুলতে ইতোমধ্যেই নিজেদের অফিসিয়াল জার্সি উন্মোচন করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ২০২২ বিশ্বকাপেও হোম ম্যাচের জন্য উজ্জ্বল হলুদ ও অ্যাওয়ে ম্যাচের জন্য নীল রঙের জার্সি পরে মাঠে নামবে সেলেসাওরা।

নতুন জার্সির রঙে আনা হয়েছে ত্রিমাত্রিক ছোয়া। পাশাপাশি ডিজাইনেও এসেছে পরিবর্তন। হোম জার্সিতে রয়েছে সবুজ রঙের ছোট কলার ও নীল স্ট্রাইপ। তবে জার্সিতে লুকিয়ে আছে একটি রহস্য, যা শুধু কাছ থেকে দেখলেই চোখে পড়বে।

জার্সির নকশা করা হয়েছে আমাজনের বিখ্যাত প্রাণী জাগুয়ারের গায়ের পশমের প্যাটার্নে। জাগুয়ার বাঘ ও সিংহের পর বিশ্বের তৃতীয় বৃহত্তম বিড়ালজাতীয় প্রাণী হলেও দক্ষিণ আমেরিকায় এটিই বৃহত্তম বিড়ালজাতীয় প্রাণী। কাতারে নিজেদের মহাদেশের এই গর্বকে সাথী করেই মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

অ্যাওয়ে ম্যাচের নীল রঙের জার্সিতেও রয়েছে আধুনিকতার ছোয়া। ২০০২ সালের বিশ্বকাপ জয়ী জার্সির আদলে তৈরি করা হয়েছে সেলেসাওদের এবারের কাতার মিশনের জার্সিটি।

জার্সির নির্মাতা প্রতিষ্ঠান নাইকি এই জার্সিকে অবহিত করছে প্রাণবন্ত, প্রখরতর বলে যা এই মহাদেশের ২০০ মিলিয়ন মানুষের অদম্য ভাবমুর্তির প্রতিচ্ছবি।

বিশ্বকাপের জার্সি দেশটির ফুটবলারদের মধ্যেও সাড়া জাগিয়েছে। জার্সি দেখে মুগ্ধ নেইমার-রিচার্লিসনরা নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আগামী সেপ্টেম্বরের ১৫ থেকে ভক্তরা কিনতে পারবেন নতুন এই জার্সি।