মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালন করেছে সিলেট সিটি কর্পোরেশন। দিবসটি উদযাপন উপলক্ষে দিনব্যাপি নানা আয়োজন ছিল সিসিকের।
শুরুতে শুক্রবার (০৫ আগস্ট) সকাল দশটায় সিসিক প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। দিনব্যাপি আয়োজনের মধ্যে সকাল ১১টায় নগরভবনের সভাকক্ষে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনীর উপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন- কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু, সংরক্ষিত কাউন্সিলর সালমা সুলতানা, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারের অতিরিক্ত সচিব বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী মো. নূর আজিজুর রহমান, সচিব ফাহিমা ইয়াসমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. আবুল ফজল, শিক্ষা, সংস্কৃতি, পাঠাগার ও সমাজ কল্যাণ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ প্রমুখ।