সাম্প্রতিক সময়ে বন্যার কারণে সিলেট নগরীর মির্জাজাঙ্গাল রামের দীঘিরপাড় এলাকায় রাস্তার পাশে গ্যাসের লাইন কয়েকটি স্থানে ক্ষতিগ্রস্ত হয়ে প্রতিনিয়ত গ্যাস বের হচ্ছে।
এতে প্রচুর গ্যাস অপচয় হওয়ার পাশাপাশি বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে গত ২০ জুন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষকে পত্র মারফত অবগত করা হলেও এখনও পর্যন্ত গ্যাস লাইনটি মেরামত করা হয়নি। যার ফলে স্থানীয় বাসা-বাড়ি ও দোকান-পাট অগ্নিকান্ডের ঝুঁকির মধ্যে রয়েছে।
এ ব্যাপারে অদ্য ১ আগস্ট জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষের বরাবরে পুনরায় সিলেট চেম্বারের পক্ষ থেকে পত্র প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা এড়াতে ক্ষতিগ্রস্ত গ্যাস লাইনটি জরুরীভিত্তিতে মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।