জগন্নাথপুরে বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলায় মাঠে নেমেছে প্রশাসন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন।

বুধবার রাত ৯টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপম দাস অনুপের নেতৃত্বে উপজেলার প্রাণকেন্দ্র জগন্নাথপুর বাজারে দোকানপাট বন্ধ রাখতে অভিযান চালানোর হয়।
অভিযানে উপজেলার বিদ্যুৎ কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী পাবেল আহমেদ, জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশংকর পাল, উপপরিদর্শক (এসআই) ওবায়দুল্লাহ সহ একদল পুলিশ উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপম দাস অনুপ বলেন, আজ অভিযানের প্রথম দিন বিধায় সকল ব্যবসায়ীকে সর্তক করে দেওয়া হয়েছে। আগামীকাল থেকে ওষুধ ও খাবারের দোকান স্বল্প পরিসরে খোলা থাকবে। এছাড়া বাকী সব ধরনের দোকানপাট রাত ৮ টার পর বন্ধ থাকবে। অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।।