হবিগঞ্জের লাখাইয়ে বাংলাদেশ সরকার ও জাইকা’র অর্থায়নে ইউজিডিপি প্রকল্পের আওতায় ড্রাইভিং ও অটোমোবাইল সার্ভিসিং প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরীফ উদ্দীনের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম। বিশেষ অতিথি ছিলেন নারী ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।
অনুষ্ঠানে ড্রাইভিং ও অটোমোবাইল সার্ভিসিং বিষয়ে মোট ৩০ জন প্রশিক্ষণার্থীকে সনদ ও প্রশিক্ষণকালীন ভাতা হিসেবে প্রত্যেককে ২ হাজার টাকা করে ভাতা প্রদান করা হয়।
এ ব্যাপারে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান জানান, জাইকা’র অর্থায়নে মাসব্যাপী প্রশিক্ষণে ড্রাইভিংয়ে ১৫ জন এবং অটোমোবাইল সার্ভিসিংয়ে ১৫ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। অটোমোবাইল সার্ভিসিংয়ের প্রশিক্ষণার্থীরা যুব উন্নয়ন এবং ড্রাইভিংয়ের প্রশিক্ষণার্থীরা সমাজসেবা বিভাগের তত্ত্বাবধানে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।