বুলবুল হত্যায় ব্যবহৃত ছুরি ও তার মোবাইল উদ্ধার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল হত্যায় জড়িত সন্দেহে আটক কামরুল নামের একজনের বাসা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা ও নিহত বুলবুলের মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। পূর্বে আটক হওয়া আবুল নামের একজনের দেয়া তথ্য অনুযায়ী কামরুল নামের আটক একজনকে নিয়ে সকাল সাড়ে ১০টার দিকে অভিযানে নামে পুলিশ।

এসময় কামরুলকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের পেছনে টিলাগাও এলাকায় তার বাসায় গেলে সে নিজের ঘরের ভেতর লুকিয়ে রাখা বুলবুলের মোবাইল ফোন ও হত্যায় ব্যবহৃত ছোরা বের করে দেয়।

পরে এসএমপির উপ পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ, গণমাধ্যম কর্মী ও স্থানীয়দের উপস্থিতিতে হত্যায় ব্যবহৃত এসব আলামত জব্দ করে।

এসময় আজবাহার আলী শেখ জানান, হত্যায় জড়িত সন্দেহে এপর্যন্ত ৫ জনকে আটক করা হয়েছে। পরে অধিকতর তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেপ্তার দেখানো হবে। তিনি বলেন, আটক কামরুল পেশায় রাজমিস্ত্রী।

তবে কি কারণে হত্যাকাণ্ডটি ঘটালো তা প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর জানানো হবে।

এর আগে সোমবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশে গাজিকালুর টিলার পাশে ছুরিকাঘাতে খুন হন ২২ বছর বয়সী শাবিপ্রবি শিক্ষার্থী বুলবুল আহমেদ।