শান্তিগঞ্জে ১৪৪ পরিবারকে ঢেউটিন দিলেন ডন

সুনামগঞ্জের শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৪৪ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ ডন।

শনিবার (২৩ জুলাই) সকাল ১১টায় পাগলা বাজার সংলগ্ন আরাফাত অটো রাইস মিল চত্বরে শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এবং মার্কেন্টাইল ব্যাংকের সহযোগিতায় বন্যা পরবর্তী পূনর্বাসনের জন্য ৮টি ইউনিয়নের হতদরিদ্র ১৪৪ পরিবারের মাঝে ১ বান করে মোট ১৪৪ বান ঢেউটিন বিতরণ করা হয়েছে।

ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, শিমুলবাঁক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ মিয়ার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, জয়কলস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদ মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ ডন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, মার্কেন্টাইল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট দেবজ্যোতি মজুমদার রতন, শিমুলবাঁক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান জিতু ও শান্তিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট বুরহান উদ্দিন দোলন।

এ সময় উপস্থিত ছিলেন, শিমুলবাঁক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম হায়দার, দরগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ফখরু মিয়া, পূর্ব পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিদুর রহমান মধু, সিলেট মহানগর যুবলীগ নেতা মোশাররফ হোসেন জাকির, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান, উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জিল্লুল হক জিলু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জামিউল ইসলাম তুরান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি আব্দুল মালিক মানিক, জয়কলস ইউপি সদস্য আওয়ামীগ নেতা দিলন আহমদ, উপজেলা যুবলীগ নেতা রুকনুনজ্জামান, আজাদ হোসেন, কেশব দে, মোহাম্মদ আলী নিশা, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুমন আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি বদরুল আলম টিপু, আব্দুস সামাদ আজাদ স্মৃতি পরিষদের শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সম্পাদক নজরুল ইসলাম, যুবলীগ নেতা নেছার আলম, পূর্ব পাগলা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সৈয়দ্দন্নুর, উপজেলা ছাত্রলীগ নেতা আল আমিন, সুমন দেব, ইয়াহিয়া, মুনাই মিয়াসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।