ব্রাজিলের রিও ডি জেনেরিওতে সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশি অভিযানের সময় এক বস্তিতে ১৮ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ জুলাই) ভোরে সামরিক পুলিশের ৪০০ সদস্য অন্যতম সহিংস ওই আলেমাও বস্তিতে অভিযানে যায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
কর্মকর্তারা বলছেন, বস্তি নিয়ন্ত্রণকারী গ্যাংয়ের বিরদ্ধে অভিযানে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১৬ জন সন্ত্রাসী রয়েছে। এ ছাড়া আছেন একজন পুলিশ সদস্য, আরেকজন পথচারী।
বৃহস্পতিবার দিনভর চলে এই অভিযান। এ সময় বস্তিটিতে হাজারেরও বেশি মানুষ আটকা পড়ে।
পুলিশ জানিয়েছে, অপরাধীদের অবস্থান শনাক্ত ও তাদের গ্রেপ্তার করার লক্ষ্যে এই অভিযান চালানো হয়। তারা অন্য বস্তি নিয়ন্ত্রণে রাখা বিরোধী গোষ্ঠীগুলোর ওপর হামলার পরিকল্পনা করছিলেন।
স্থানীয় গণমাধ্যম ও দিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বস্তিতে অভিযান চলাকালে অপরাধীদের অনেকে সামরিক পুলিশের পোশাক পরে থাকায় তাদের শনাক্ত করতে পুলিশ সদস্যদের বেগ পেতে হয়েছে।
ব্রাজিলের রিও ডি জেনেরিওর বস্তিগুলোতে এমন অভিযান নতুন কিছু নয়। প্রায়ই এসব বস্তিতে মাদক পাচারকারীদের বিরুদ্ধে আভিযান চালানো হয়।
সর্বশেষ মে মাসে ভিলা ক্রুজেইরো বস্তিতে এমন অভিযানে এক নারী পথচারীসহ নিহত হয়েছিলেন ২২ জন। গত বছর অভিযানে নিহত হয়েছিলেন ২৫ জন।