সুনামগঞ্জের তাহিরপুরে ভূমিহীন-গৃহহীন আরও ৪০টি পরিবার পেল আপন ঠিকানা। মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে উপজেলার বাদাঘাট ইউনিয়নের সাহিদাবাদ এলাকায় ভূমিসহ এই ঘরগুলো দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের মতো তাহিরপুর উপজেলার বঙ্গবন্ধু মিলনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ উপজেলার উপকারভোগীদের কাছে ঘরগুলো হস্তান্তরে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের অনুমতি দেন। পরে উপকারভোগীদের মাঝে এই ঘরগুলো আনুষ্ঠানিক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ আমিনুল ইসলাম, বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, বালিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন, সুবিধাভোগী জাহানারা বেগম প্রমুখ।