ওসমানীনগরে বীজ ব্যবসায়ীকে জরিমানা ও কীটনাশক ধ্বংস

সিলেটের ওসমানীনগরে ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক বীজ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা ও ৩০ হাজার টাকার মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ঔষধ ধ্বংস করা হয়।

বুধবার (২০ জুলাই) দুপুরে দয়ামীর বাজারে এ অভিযান চালিয়ে মেসার্স লোকমান এন্টারপ্রাইজকে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা, উপজেলা (অতিরিক্ত) কৃষি অফিসার সুমন মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন, উপসহকারী কৃষি অফিসার মো. আরিফ রব্বানী, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আবুল কাসেম, সিও মোশফিকুর রহমান জুলফিকার।