জ্বালানী ও বিদ্যুৎ সাশ্রয়ে সারাদেশের মতো সিলেটেও রাত ৮টার পর দোকানপাট মার্কেট ও বিপণীবিতানগুলো বন্ধে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (১৯ জুলাই) সন্ধ্যায় ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিনটি ভ্রাম্যমাণ আদালত নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়।
এসময় সঠিক সময়ে দোকানপাট, মার্কেট ও শপিং মল সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বন্ধের অনুরোধ জানান তারা।
পরে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ মজিবর রহমান জানান, সরকারের ঘোষণায় সারা দিয়ে বেশিরভাগ প্রতিষ্ঠান সময়মত বন্ধ করা হচ্ছে। সিলেটের ব্যবসায়ীরা স্বতঃপ্রনোদিতভাবে প্রতিষ্ঠান বন্ধ করছে।
জ্বালানী ও বিদ্যুৎ সংকট যাতে সৃষ্টি না হয় সেজন্য সরকার কিছু কঠোর নির্দেশনা জারি করেছেন। সেগুলো মানতে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশও দেয়া হয়েছে। আগামীতে আরো কঠোর পদক্ষেপের কথা জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক।
এদিকে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি ঘোষণা বাস্তবায়নের প্রথম দিনে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় এ নির্দেশ কিছুটা কার্যকর হলেও অধিকাংশ এলাকার দোকানপাট রাত ৮টার পরেও খোলা ছিল।
এ ব্যাপারে জেলা প্রশাসন অ্যাকশনে নামবে তা আগে থেকেই গণমাধ্যমকে জানানো হয়েছিল। যথারীতি রাত ৮টার পর নগরীর জিন্দাবাজারের বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে জেলা প্রশাসন। এ সময় বিভিন্ন মার্কেট ও রাস্তার পাশের খোলা দোকানপাটের মালিকপক্ষকে ব্যাপক জিজ্ঞাসাবাদ ও সতর্ক করা হয়। দোকান খোলা রাখার কারণ, সরকারি নির্দেশ অমান্য করা হচ্ছে কেন- ইত্যাদি প্রশ্নের জবাব জানতে চাওয়া হয়। তারপর তাদের সতর্ক করে দোকানগুলো বন্ধ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার সিলেটের উপ-পরিচালক মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার সাদাত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মোবারক হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার জয়নাল আবেদীন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ইশফাকুল কবির,নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সাদিয়া বিনতে সোলায়মান, আহসানুল আলম।