ক্র্যাশ-ল্যান্ডিংয়ের পর যাত্রীবাহী একটি বিমান উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুর বিমানবন্দরে এই ঘটনা ঘটে বলে বিবিসি সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে।
উল্টে যাওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। তবে বিমানের ৩০ আরোহী অক্ষত রয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
বিমানটি উল্টে যাওয়ার সময়কার ভিডিও ফুটেজে ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।
অবশ্য বিমানবন্দরের অগ্নিনির্বাপক কর্মীরা বিমানের আগুন নিভিয়ে ফেলেন। এরপর ঘটনাস্থলে বিমানটিকে উল্টে থাকতে দেখা যায়।
ওজুব্বা এয়ারওয়েজের বিমানটি দেশটির বাইদোয়া শহর থেকে রাজধানী মোগাদিসুতে যাচ্ছিল বলে দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
ক্র্যাশ-ল্যান্ডিংয়ের পর উল্টে যাওয়া বিমানের সব আরোহীকে উদ্ধার করা হয়েছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। তবে বিমানটির উল্টে যাওয়ার কারণ এখনও স্পষ্ট নয়।