সিলেটে বন্যা: ১১ হাজার মানুষ এখনো আশ্রয়কেন্দ্রে 

সিলেটের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে এখনো অবস্থান করছেন প্রায় ১১ হাজার মানুষ। এখনো পানি থাকায় তারা ফিরতে পারছেন নিজ গৃহে।
সিলেট জেলা প্রশাসন জানিয়েছে, শনিবার পর্যন্ত সিলেট জেলার ২১৫টি আশ্রয়কেন্দ্রে ১০ হাজার ৮১০ জন বানভাসী অবস্থান করছেন। তবে বাস্তবে এ সংখ্যা আরো বেশী বলে মনে করছে স্থানীয় সূত্রগুলি।

সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বেশিরভাগ জায়গায় পানি কমায় আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরে গেছেন কয়েক লক্ষ মানুষ। আর নি¤œাঞ্চলের পানি এখনো না নামায় আশ্রয়কেন্দ্রে দীর্ঘবাস করছেন এসব লোকজন।

আশ্রয়কেন্দ্রের অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, পানি ঢুকে অনেকের ঘরের বেড়া ভেসে গেছে। কারও বেড়া আর টিনের চাল দুমড়েমুচড়ে গেছে। অনেকের মেঝে দেবে গেছে। বন্যার পানির তীব্র স্রোতে অনেকের ঘরের টিন ও খুঁটিসহ পুরোপুরিই ভেসে গেছে।

তারা বলছেন, পানি নেমে গেলে তারা বাড়ী ফিরবেন ঠিক। কিন্তু ঘর মেরামতে সরকারি সহায়তা না পেলে খোলা আকাশের নিচেই থাকতে হবে। তাঁদের আশঙ্কা, টাকার অভাবে অনেকে ঘর পুনর্নির্মাণ করতে পারবেন না।