দিরাইয়ে বন্যার্তদের গৃহনির্মাণ সামগ্রী ও অর্থ প্রদান

সুনামগঞ্জের দিরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন, বাঁশ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। যুক্তরাজ্য প্রবাসী দুলন মিয়ার উদ্যোগে এবং আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও সাউদাম্পটনের বাঙালি কমিউনিটির সহায়তায় বন্যার্তদের মাঝে এই ঢেউটিন, বাঁশ ও নগদ অর্থ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৪ জুলাই) বেলা ১টার দিকে প্রবাসী কমিউনিটি নেতা দুলন মিয়ার চন্ডিপুরস্থ বাড়ির প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বানভাসি মানুষের হাতে এই গৃহনির্মাণ সামগ্রীসহ নগদ অর্থ তুলে দেন পৌর মেয়র বিশ্বজিৎ রায়।

এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আসাদ উল্লা, দিরাই বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কামাল উদ্দিন, করিমপুর ইউনিয়নের চেয়ারম্যান লিটন চন্দ্র দাস, দিরাই সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, জেলা পরিষদের সাবেক সদস্য নাজমুল মিয়া, সাংবাদিক জিয়াউর রহমান লিটন, পৌর কাউন্সিলর এ বি এম মাসুম প্রদীপ ও আশরাফুল ইসলাম, অ্যাডভোকেট রিংকু রায়, ডিডরাইটার মধু কুমার দাস, প্রভাষক দেবাশীষ রায়, কামনাশীষ রায় লিটন ও বিদ্যুতপতি রায়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লালন মিয়া ও রায়হান মিয়া।