সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারিদের পুনর্বাসন দাবি

সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত মাছ, পোল্ট্রি ও গবাদিপশুর খামারিরা পুনর্বাসনসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে পৌর শহরের আলফাত স্কয়ার পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ক্ষতিগ্রস্ত খামারিরা পুনর্বাসন, প্রণোদনা, ব্যাংক ঋণ পুনর্তফসিল, নতুন করে সহজ শর্তে ঋণ প্রদান ও খামারিদের জন্য বীমা চালুর দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জে স্মরণকালের ভয়াবহ বন্যায় খামারিরা একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন। সব বন্যায় ভাসিয়ে নিয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। সরকারিভাবে এসব খামারিদের পুনর্বাসনের উদ্যোগ না নিলে তারা ঘুরে দাঁড়াতে পারবেন না। অনেকের ব্যাংকে ঋণ আছে। কিন্তু ঋণের কিস্তি দেওয়ার মতো সামর্থ্য নেই। তাই ছোট-বড় খামারির প্রণোদনা দিতে হবে।

মানববন্ধন চলাকালে সালেহীন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন, খামারি সাহাজ উদ্দিন, সাইফুল সিদ্দিকী, নুরুল আলম, তোফাজ্জল হোসেন, ওয়াকিল সিদ্দিকী, রফিকুল ইসলাম, আজিজুর রহমান প্রমুখ।