সিলেট অঞ্চলের ভূপ্রকৃতি ও বন্যা শীর্ষক বিশেষ আলোচনা সভা হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ জুলাই) বেলা ১১টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে ও বাপার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ জামিলের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।।
এতে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মোরেনো ভ্যালি কলেজের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. দীপেন ভট্টাচার্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক পৌর মেয়র ও প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট শহীদ উদ্দীন চৌধুরী।
মূল আলোচনার পর প্রশ্নোত্তর পর্বে অংশ নেন বিশিষ্ট আইনজীবী ও প্রবীণ সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান, হাওর বাঁচাও আন্দোলনের যুগ্ম-আহবায়ক ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন, হপা লাখাই কমিটির সভাপতি মো. বাহার উদ্দীন, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শোয়েব চৌধুরী, অধ্যাপক তানসেন মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ। সভার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাপা হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল।
মূল আলোচনায় ড. দীপেন ভট্টাচার্য সিলেট অঅঞ্চলের ভূপ্রকৃতি ও বন্যার বিশদ বিবরণ তুলে ধরে বলেন, বন্যা একটি প্রাকৃতিক চলমান প্রক্রিয়া। একে সাথে নিয়েই আমাদের বসবাস করতে হবে। মনুষ্যসৃষ্ট পরিবেশ বিনষ্টকারী কর্মকাণ্ড প্রতিরোধে সম্মিলিত প্রয়াস চালাতে হবে। আন্তঃদেশীয় নদ-নদী ব্যবস্থাপনা যৌথভাবে করার বিষয়ে পদক্ষেপ জোরদার করতে হবে। বন্যার প্রভাবে যাতে জলাবদ্ধতা সৃষ্টি না হয় সেদিকে সতর্কতা অবলম্বন ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
প্রসঙ্গত, দীপেন ভট্টাচার্যের জন্ম ১৯৫৯ সালে। আদি নিবাস টাঙ্গাইলের এলেঙ্গায়। ঢাকার সেন্ট গ্রেগরিজ স্কুল, নটেরডেম কলেজ ও ঢাকা কলেজে পড়াশোনা করেছেন। রাশিয়ার মস্কো স্টেট ইউনিভার্সিটি থেকে পদার্থবিদ্যায় মাস্টার্স এবং ১৯৯০ সনে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ নিউ হ্যাম্পশায়ার থেকে জ্যোতিঃপদার্থবিদ্যায় পিএইচডি করেছেন। নাসার গডার্ড স্পেস ফ্লাইট ইনস্টিটিউটে গবেষক ছিলেন। পরে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার রিভারসাইড ক্যাম্পাসে গামা-রশ্মি জ্যোতির্বিদ হিসেবে যোগ দেন। পৃথিবীর বিভিন্ন জায়গায় বায়ুমণ্ডলের ওপরে বেলুনবাহিত গামা-দূরবীন ব্যবহার করে মহাকাশ গবেষণায় নিয়োজিত ছিলেন। বর্তমানে ক্যালিফোর্নিয়ার মোরেনো ভ্যালি কলেজের পদার্থবিদ্যার অধ্যাপক। ২০০৬-২০০৭ সালে ফুলব্রাইট ফেলো হয়ে ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পড়ান। বাংলাদেশে বিজ্ঞান ও পরিবেশ সচেতনতার প্রসারে যুক্ত তিনি। তিনি একজন ব্যতিক্রমী গল্পকার। ঢাকা থেকে তাঁর তিনটি গল্পগ্রন্থ ও চারটি বিজ্ঞান কল্পউপন্যাস এবং বাংলাদেশের ভূতাত্ত্বিক ইতিহাসের ওপর একটি বই প্রকাশিত হয়েছে। দীপেন ভট্টাচার্য বাংলাদেশ পরিবেশ সংক্রান্ত প্রবাসী সংগঠন Bangladesh Environment Network (BEN) এর প্রতিষ্ঠাতা সদস্য। তিনি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সঙ্গে এর জন্মলগ্ন থেকেই যুক্ত।