সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের উদ্যোগে ত্রাণ ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এরশাদ-আম্বিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় দেশ ও প্রবাসিদের অর্থায়নে এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
জিডিএফ’র মহাসচিব-নির্বাহী পরিচালক মো. বায়জিদ খানের স্বাগত বক্তব্য ও সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, ত্রাণ বিতরণ কমিটির সিলেট বিভাগের সমন্বয়কারী আহসান হাবিব, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক আব্দুল খালিক।
জিডিএফ’র ব্যবস্থাপক স্বপন মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিডিএফ’র সদস্য আলমগীর হোসেন, সুপার ভাইজার রায়হান খান, শিক্ষিকা নমিতা রানী দে প্রমুখ।
এছাড়াও প্রতিবন্ধী ব্যক্তিবর্গ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ত্রাণ ও শুকনা খাবার বিতরণ করেন অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, মানুষের কল্যাণে যারা কাজ করেন তারাই প্রকৃত দেশপ্রেমিক। তাদের মধ্যে অন্যতম ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি উদ্যোগ গ্রহণ করে সিলেট ও সুনামগঞ্জসহ বিভিন্ন উপজেলা, ইউনিয়নের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন। তারই ধারাবাহিকতায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ত্রাণ ও শুকনো খাবার বিতরণ।
বক্তারা ব্যারিস্টার সুমনের মত সবাইকে প্রতিবন্ধীসহ বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।