পাহাড়ি ঢল ও টানা বর্ষণে প্রবল বন্যার পানিতে সুনামগঞ্জের অনেকের ঘরবাড়ি ডুবে গেছে। বানের পানির তীব্র স্রোত আর হাওরের প্রচন্ড ঢেউয়ে ছিন্নভিন্ন করে দিয়েছে ঘরগুলো। ঘরের বাসিন্দাদের চেহারায় ফুটে উঠেছে দুঃখ দুর্দশার করুন চিত্র। অসহায়ত্ব শুধু যে হাওরপাররের লোকদের তা নয় বরং সিলেট- সুনামগঞ্জের প্রতিটি উপজেলা, ইউনিয়ন, গ্রাম, পাড়া-মহল্লার বন্যার্তদের সংসার দেখা দিয়েছে।
শুক্রবার (৮ জুলাই) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পানিবন্দি বিভিন্ন গ্রামে প্রায় দেড় শতাধিক বন্যার্তদের মাঝে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বন্যার্তদের মধ্যে চাল, ডাল, তেল, পেয়াজ, আলু, লবণ, মুড়ি, চিঁড়া, গুড়, মোমবাতি, দেশলাই, বিস্কুট ইত্যাদি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা কমিটি সংগ্রামী সভাপতি কমরেড সিকান্দর আলীর নেতৃত্বে ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- পার্টির সম্পাদক মণ্ডলী সদস্য কমরেড দীনবন্ধু পাল, সিলেট জেলা যুব মৈত্রী সহ-সভাপতি সেলিম আহমেদ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন রুমেল, ছাত্র মৈত্রী কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও সিলেট জেলা সভাপতি মাসুদ রানা চৌধুরী, নারীনেত্রী আকলীমা আক্তার, লাকী আহমদ প্রমুখ।