সুনামগঞ্জের দিরাইয়ে বন্যার্ত ৫০০ পরিবারের মধ্যে নগদ অর্থ ও শাড়ি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা বানভাসি মানুষের মাঝে নগদ অর্থ ও শাড়ি বিতরণ করেন।
বেলা ১১টায় পৌরসভার আনোয়ারপুর দক্ষিণ হাটিতে ১০০ পরিবারের মধ্যে শাড়ি বিতরণ করা হয়। দুপুরে স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় এবং জাতীয় নেতা প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ডা. রোকেয়া সুলতানা।
এরপর বেলা ১টায় সরকারি বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ৪০০ পরিবারের মধ্যে প্রত্যেক পরিবারকে নগদ ৫০০ টাকা করে প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ডা. সব্যসাচী রায়, ডা. শংকর কুমার রায়, ডা. ফুজায়েল আহমদ, ডা. সেবিকা শ্রেষ্ঠা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলতাব উদ্দিন, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সহ-সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, সিরাজ উদ দৌলা তালুকদার, মেয়র বিশ্বজিৎ রায়, সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদার, কামনাশীষ রায় লিটন, কাউন্সিলর আবুল কাশেম প্রমুখ।
ডা. রোকেয়া সুলতানা বলেন, মানুষের দুর্যোগ ও দুর্ভোগে সবসময় পাশে থাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, হঠাৎ করে বন্যায় মানুষের দুর্ভোগের শেষ নেই। এহেন পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রত্যেক জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগের সকল নেতাকর্মী ও সমর্থকদের দুর্যোগপ্রবণ এলাকার মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন এবং নিজে থেকে সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন।
তিনি বলেন, ভিজিএফ, ভিজিডি, বয়স্ক ভাতা, শিক্ষা সহয়তা, চিকিৎসাক্ষেত্রে কমিউনিটি ক্লিনিক করে গ্রামীণ মানুষের কল্যাণ ও উন্নয়নের চেষ্টা করে যাচ্ছেন প্রধানমন্ত্রী।