জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সিলেট-তামাবিল মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টি জব্দ করেছে।

রোববার (৩ জুলাই) বিকেল ৩টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কে সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুলে সিলেট গ্যাস ফিল্ডের ৩ নম্বর গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার পীরেরবাজারের হাতুড়া গ্রামের ফিরোজ মহরির ছেলে আজিম (১৯)। অপর মোটরসাইকেল আরোহীর নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, বিকেল ৩টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের সিলেট গ্যাস ফিল্ডের সামনে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিন মোটরসাইকেল আরোহীর মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। অন্যজনকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। গুরুতর আহত অপর মোটরসাইকেল আরোহীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নিখিল চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলটিতে তিনজন আরোহী ছিলেন। দুর্ঘটনায় দুইজন মারা গেছেন। হতাহতদের মধ্যে প্রাথমিকভাবে একজনের পরিচয় পাওয়া গেছে। তবে অপর দুইজনের নাম-পরিচয় পাওয়া জানা যায়নি।

তিনি জানান, ট্রাকচালককে পাওয়া না গেলেও দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।