গ্লোবাল এডুকেটরস ইনিশিয়েটিভ ফর সাসটেইনেবল ট্রান্সফরমেশন, (জিস্ট) ইন্টারন্যাশনালের উদ্যোগে সিলেটে প্রথমবারের মতো শুরু হয়েছে ইয়ুথ লিডারশিপ প্রোগ্রাম।
শুক্রবার (১ জুলাই) বিকেলে নগরীর আল হামরাস্থ জিস্ট সেন্টারে এ প্রোগ্রামের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা বলেন, আজকের শিক্ষার্থীদের একবিংশ শতাব্দীর উপযোগী করে গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি জীবন দক্ষতাভিত্তিক যোগ্যতা অর্জনের কোনো বিকল্প নেই। ইংরেজি ভাষা, লিডারশিপসহ বিভিন্ন সফট স্কিল অর্জনের মাধ্যমে তাদের এগিয়ে থাকার প্রস্তুতি নিতে হবে। জিস্ট সময়ের চেয়ে একটু ব্যাতিক্রমভাবে শিক্ষার্থীদের সেই দক্ষতা অর্জনের চেষ্টা করে যাচ্ছে।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জিস্ট ইন্টারন্যাশনালের প্রোগ্রাম কো-অর্ডিনেটর প্রণবকান্তি দেব। জিস্ট সেন্টার, সিলেট এর কর্মকর্তা আশরাফুল ইসলাম অনির পরিচালনায় অনুষ্ঠানে লিডারশিপ প্রোগ্রামের পুরো পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে বক্তব্য দেন মেন্টর পদ্মশ্রী দে তন্ত্রী।
উপস্থাপন শেষে শিক্ষার্থীরা প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। এ সময় প্রোগ্রামে নিবন্ধিত শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।