সিলেটের নগরীর বিভিন্ন এলাকার দুস্থ ও অসহায়, বানভাসি মানুষদের পাশে দাঁড়িয়েছেন শিকদার গ্রুপের পরিচালক ও সিও সৈয়দ কামরুল ইসলাম মোহন।
বুধবার (২৯ জুন) দুপুর থেকে নগরীর তোপখানা, কাজিরবাজার, ছড়ারপাড়সহ বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) সামছুদ্দিন সালেহ আহমদ চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মিঠু দাস জয়, মহানগর যুবলীগ নেতা মাহফুজ হাসান তান্না।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) সামছুদ্দিন সালেহ আহমদ চৌধুরী বলেন, বন্যা আসার পর থেকে শহর ও গ্রামে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। তাই আমরা বানভাসি মানুষদের মাঝে পানি এবং ত্রাণ সামগ্রী বিতরণ করছি।
দিন ও রাতে বিভিন্ন এলাকায় আমরা আমাদের সাধ্য মতো মানুষদের পাশে আছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরো বলেন, শিকদার গ্রুপের পরিচালক ও সিও সৈয়দ কামরুল ইসলাম মোহনের ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণ দিলে তা আজ আমরা শহরের বিভিন্ন বানভাসি মানুষদের মাঝে বিতরণ করি।
এ সময় তিনি যে যার সামর্থ্য অনুযায়ী বানভাসি মানুষদের পাশে দাঁড়ানোর আহবান জানান ।