উদ্বোধনের চতুর্থ দিনে পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। বুধবার সকাল থেকেই সেতু দিয়ে স্বাভাবিক গতিতে চলছে যানবাহন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা বাড়লেও মাওয়া প্রান্তের টোলপ্লাজায় কোনও যানবাহনকে অপেক্ষায় থাকতে দেখা যায়নি।
তবে চলাচল নিষিদ্ধ থাকলেও পিকআপ ভ্যানে করে সেতুর ওপর দিয়ে মোটরসাইকেল নিয়ে যেতে দেখা গেছে।
এদিকে সেতুতে বিশৃঙ্খলা এড়াতে ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা বাহিনী সব সময় মাইকিং করছে ও টহল দিচ্ছে।
সেতু বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন জানান, বুধবার সকাল থেকে সেতু দিয়ে ঠিকঠাকমতো যানবাহন চলাচল করছে। মূলত মোটরসাইকেলের কারণেই সেতুতে যানজট বা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এখন মোটরসাইকেল চলাচল বন্ধ। তাই সুশৃঙ্খলভাবে গাড়ি চলাচল সম্ভব হচ্ছে। তবে কিছু কিছু পিকআপে করে মোটরসাইকেল নেওয়া হচ্ছে। পদ্মা সেতুতে আইনশৃঙ্খলা বাহিনী তদারকি অব্যাহত রেখেছে।
এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন মোটরসাইকেল আরোহীরা। দ্বিগুণ টাকা খরচ করে পিকআপে পদ্মা সেতু পার হতে দেখা গেছে।