ত্রাণ নিয়ে সিলেট ও সুনামগঞ্জের দুর্গম এলাকার বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে প্রবাসীদের শীর্ষ সংগঠন এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন। গত পাঁচ দিনে ওই এলাকার অন্তত ১০ হাজার বন্যাদুর্গতকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে প্রবাসী বাংলাদেশিদের এই সংগঠনের পক্ষ থেকে।
বৃহস্পতিবার (২৩ জুন) সুনামগঞ্জের দিরাই, শাল্লা, মানিকনগর, আটগাঁও, শরীফপুর ও দৌলতগ্রাম গ্রামের দুই হাজার মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেয়া হয়।
এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় সিলেট ও সুনামগঞ্জের প্রায় প্রতিটি উপজেলা বন্যাকবলিত। অনেক জায়গায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় ত্রাণ পৌঁছাচ্ছে না। এমন অবস্থায় প্রবাসী বাংলাদেশিদের বসে থাকার উপায় নেই। তাই প্রবাসীদের শীর্ষ সংগঠন এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুর্গম জনপদগুলোতে ত্রাণ পৌঁছে দেয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিতরণ করা ত্রাণের মধ্যে রয়েছে শুকনো খাবার, রান্না করা খাবার, বিশুদ্ধ পানি, মোমবাতি, দিয়াশলাই ইত্যাদি।
বাংলাদেশের সকল দুর্যোগে প্রবাসীরা সাথে থাকবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।