টানা ভারি বর্ষণ অব্যাহত থাকায় ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কানাইঘাট উপজেলার বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। উপজেলার ৯০ ভাগ এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। হাওর এলাকা দিয়ে পানি বাড়া অব্যাহত থাকায় পানিতে তলিয়ে গেছে ৯টি ইউনিয়ন ও পৌরসভার নতুন নতুন এলাকা।
উদ্ভূত পরিস্থিতিতে উপজেলার কয়েক হাজার মানুষ বাড়ি-ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে উঠেছেন। কানাইঘাট থানা পুলিশের পাশাপাশি সেনা সদস্যরা বানভাসি নারী-পুরুষ শিশুদের উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসছেন। গ্রামীণ এলাকার বেশিরভাগ সড়ক, রাস্তাঘাট বন্যার পানিতে তলিয়ে গেছে।
২০০০ এর পরে এটি সবচেয়ে বড় বন্যা বলে মনে করছেন অনেকে। যেভাবে পানি বাড়ছে তা অব্যাহত থাকলে স্মরণকালের ভয়াবহ বন্যার সম্মুখীন হতে পারেন কানাইঘাট উপজেলার মানুষ; এমন আশঙ্কা সংশ্লিষ্টদের।
১৯৮৮ সালের বন্যার পর এতবড় বন্যা আর কেউ দেখেননি। উঁচু উঁচু গ্রাম পর্যন্ত পানিতে তলিয়ে যাচ্ছে। সিলেটের সাথে কানাইঘাট সদরের সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন রয়েছে। সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।