মেঘালয় থেকে নেমে আসা পানি ও বিরামহীন বৃষ্টিতে প্রিয় সিলেট প্রায় ডুবে গেছে। এমন অবস্থায় জন্য আসলে দায়ী কে?
সিলেটকে নিয়ে ভাবার মতো, সমস্যা চিহ্নিত করে সমাধান করার মতো রাজনৈতিক নেতৃত্বের সংকট রয়েছে। উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা হাওরের নামে বরাদ্দ হয়। সেই টাকা কোনো কাজে আসে না।
(ফেসবুক থেকে পাওয়া)