সিলেটের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত বলেছেন, সচেতনতার অভাবে প্রতিবছর হাজার হাজার মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। ক্যান্সার প্রতিরোধের অন্যতম উপায় খাদ্যাভ্যাসে পরিবর্তন। তামাকজাত দ্রব্য, নেশাদ্রব্য, জাঙ্ক ফুড ইত্যাদি পরিহার করে বেশি বেশি শাকসবজি গ্রহণ করতে হবে। শারীরিক পরিশ্রম কম হলেও ক্যান্সারে আক্রান্ত হওয়ার প্রবণতা দেখা দেয়। তাই সবাইকে সচেতনতার মাধ্যমে ক্যান্সার প্রতিরোধে এগিয়ে আসতে হবে।
সিভিল সার্জন অফিস সিলেটের আয়োজনে ও স্বাস্থ্য শিক্ষা ব্যুরো স্বাস্থ্য অধিদপ্তর ঢাকার লাইফস্টাইল, হেলথ এডুকেশন অ্যান্ড প্রমোশন এর কারিগরি সহায়তায় ক্যান্সার বিষয়ক অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘সূচনায় পড়লে ধরা, ক্যান্সার রোগ যায় সারা’ প্রতিপাদ্যে রোববার (১২ জুন) বিকেলে সিভিল সার্জন অফিস সিলেটের কনফারেন্স রুমে ক্যান্সার বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন সিভিল সার্জন অফিস সিলেটের মেডিকেল অফিসার (ডিসি) ডা. আহমেদ শাহরিয়ার। বিশেষ অতিথির বক্তব্য দেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সুজন বণিক।
এ সময় অন্যান্যের মধ্যে আলোচনা করেন, অ্যাডভোকেট হামিদুর রহমান, সিভিল সার্জন অফিসের স্টেনোগ্রাফার শামীম আহমদ, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক প্রবোধ রঞ্জন দাশ প্রমুখ।