রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ডিবিসি নিউজের প্রডিউসার আব্দুল বারির (৩৫) রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে হাতিরঝিল থেকে চলতি বছরের জানুয়ারিতে সময়ের আলো পত্রিকার এক সাংবাদিকের লাশ উদ্ধার করা হয়েছিল।
এছাড়াও বিভিন্ন সময় ঝিল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। হাতিরঝিল এলাকার অপরাধ দমনের জন্য নতুন থানা সৃষ্টি করা হলেও এই এলাকার অপরাধ হ্রাস পায়নি; বরং কিছুদিন পরপর সেখানে মানুষের লাশ মিলছে।
বুধবার (৮ জুন) সকালে হাতিরঝিল এলাকায় পুলিশ প্লাজার উল্টোদিকে সড়কের পাশ থেকে আব্দুল বারির লাশ উদ্ধার করা হয়। তার লাশের পাশে একটি রক্তমাখা ছুরিও মিলেছে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড মনে হয়েছে। আমরা ওই স্থান ও আশপাশের সিসি ক্যামেরা উদ্ধার করেছি।
পুলিশ জানিয়েছে, সাত থেকে আট ঘণ্টা আগে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
চলতি বছরের ১৯ জানুয়ারি হাতিরঝিল থেকে দৈনিক সময়ের আলো পত্রিকার সাংবাদিক হাবীব রহমানের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনাটি হত্যাকাণ্ড বলে সংবাদকর্মীদের পক্ষ থেকে দাবি করা হলেও এর তদন্ত এখনও শেষ হয়নি।