সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর ধ্বংসস্তূপ থেকে আরও দুটি দেহের পোড়া অংশ উদ্ধারসীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর ধ্বংসস্তূপ থেকে আরও দুটি দেহের পোড়া অংশ উদ্ধার
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপো থেকে আরও দুটি দেহের পোড়া অংশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে বিস্ফোরণ ও আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৩ জনে।
মঙ্গলবার (৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান এ তথ্য জানান।
তিনি বলেন, ‘ধ্বংসস্তূপ সরানোর সময় দুটি পোড়া লাশের কিছু অংশ উদ্ধার করা হয়েছে। পোশাক দেখে মনে হচ্ছে, তাদের একজন ফায়ার সার্ভিসের কর্মী, আরেকজন নিরাপত্তা কর্মী। তবে এ বিষয়ে আমরা এখনও নিশ্চিত নই।’
উল্লেখ্য, গত ৪ জুন রাত ১০টার দিকে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। সংশ্লিষ্টরা জানান, রাতে একটি কনটেইনারে আগুন লাগে, পরে সেটা বিস্ফোরিত হলে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ফায়ার এখন পর্যন্ত সার্ভিসের ৯ কর্মীসহ ৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ফায়ার সার্ভিস, পুলিশ, ডিপোর কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকসহ দুই শতাধিক। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।