‘মৎস্য আইন মেনে চলুন, খাল-বিল হাওরে দেশীয় প্রজাতির মাছ রক্ষা করুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শান্তিগঞ্জের হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (১ জুন) দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামানের নেতৃত্বে উপজেলার দেখার হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আনুমানিক ৪ লক্ষ টাকা সমমূল্যের ৩ টি অবৈধ বের জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো উপজেলার সদরপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামান বলেন, হাওরে দেশীয় মাছের পোনা রক্ষা করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ টি জাল জব্দ করে পুড়ানো হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।
এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, শান্তিগঞ্জ থানার এস আই আখতারুজ্জামান সহ সঙ্গীয় ফোর্স।