জকিগঞ্জে রাস্তা নির্মাণ নিয়ে দুই পক্ষ মুখোমুখি

পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় জকিগঞ্জের ছবড়িয়া এলাকায় আরএইচডি থেকে কুশিয়ারা ডাইক সড়ক নির্মাণ নিয়ে দুই পক্ষ মুখোমুখি অবস্থান করছে।

এ ব্যাপারে সরকারি সার্ভেয়ার দ্বারা সীমানা চিহ্নিত করার দাবী জানান জকিগঞ্জ পৌর ৯নং ওয়ার্ড কাউন্সিলর আমাল আহমদ।

তিনি উপজেলা প্রকৌশলী বরাবরে এ ব্যাপারে একটি লিখিত আবেদনও করেছেন।

কাউন্সিলর আমাল আহমদ বলেন, রাস্তাটির বড় অংশই পৌরসভার অন্তর্গত। কয়েকটি বাড়ীর নিজস্ব ভূমিতে তাদের অবগত না করে সীমানা দেয়াল ঘেঁষে খুঁড়াখুঁড়ি করা হয়েছে, এতে ক্ষতিগ্রস্ত হয়েছে সীমানা দেয়াল। এ নিয়ে এলাকায় ক্ষোভ বিরাজ করছে। সীমানা চিহ্নিত না হওয়া পর্যন্ত কাজটি বন্ধ রাখার আহ্বান জানান। জকিগঞ্জ ইউনিয়নের সদস্য আব্দুল মুকিত স্থানীয় বাসিন্দাদের হুমকি ধামকি দিচ্ছেন বলেও তিনি অভিযোগ করেন।

ইউপি সদস্য আব্দুল মুকিত বলেন, ‘এলজিইডির এ কাজটি করছে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। একটি জায়গায় সীমানা নিয়ে সমস্যা হলে স্থানীয়রা বিষয়টি মিমাংসা করে দিয়েছেন। কাজটি বর্তমানে চলমান রয়েছে, কাউন্সিলর কাজটি বন্ধ রাখার যে আবেদন করেছেন তার কোন কারণ নেই।’