এবারের বিশ্বকাপে অবিশ্বাস্য ব্যাটিং পারফরম্যান্সে টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন ভারতের বিরাট কোহলি। আসরে ১১ ম্যাচে অংশ নিয়ে ৩টি সেঞ্চুরি আর ৬টি ফিফটির সাহায্যে ৭৬৫ রান করেন।
বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১৬ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৮৫ রান করেন কোহলি। পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬৪ বলে করেন ৫৫* রান।
আরও পড়ুন > বিশ্বকাপ ফাইনালে ম্যাচ সেরা অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড
নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে করেন ১৬ রান। এরপর বাংলাদেশের বিপক্ষে খেলেন ১১৩ বলে ১০৩* রানের অনবদ্য ইনিংস।
আরও পড়ুন > ভারতকে কাঁদিয়ে অস্ট্রেলিয়ার ‘হেক্সা’ জয়
এরপর নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড আজ ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেন যথাক্রমে ৯৫, ০, ৮৮, ১০১*, ৫১, ১১৭, ৫৪ রান।