বিশ্বনাথে ব্যাবহারিক পরীক্ষায় বিধিবহির্ভূতভাবে অর্থ আদায়!

সিলেটের বিশ্বনাথে এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় শিক্ষার্থীদের কাছ থেকে অবৈধভাবে টাকা নেয়ার অভিযোগ উঠেছে। উপজেলার উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজে এমন ঘটনা ঘটে।

জানা গেছে, ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার আইসিটি ব্যাবহারিক পরীক্ষায় ছাত্রছাত্রীদের কাছ বিধিবহির্ভূতভাবে একশত টাকা করে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে এই অর্থ বাণিজ্যের অভিযোগ উঠেছে।

কয়েকজন ছাত্রছাত্রীর অভিযোগ টাকা দিতে অপারগতা জানালে কয়েকজন ছাত্র ছাত্রীর পরীক্ষা না নেওয়ার হুমকি দিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষক। এমনকি ছাত্র ছাত্রীদের মৌখিকভাবে লাঞ্চিত করার অভিযোগ ও উঠেছে ওই শিক্ষকের বিরুদ্ধে।

জানা গেছে, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজে এ বছরের প্রায় ২৮০ জন ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ গ্রহণ করে। গত তিন কর্মদিবসে আইসিটি বিষয়ের ব্যাবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় কলেজে। কলেজের আইসিটি বিষয়ের প্রভাষক মাহমুদা বেগম পরীক্ষা শুরু হওয়ার পূর্বে একজন অফিস সহায়ককে দিয়ে প্রতি ছাত্রছাত্রীদের কাছ থেকে একশো টাকা করে নেন। প্রথম দিন অনেক ছাত্র ছাত্রী টাকা না আনায় তাদের পরীক্ষা নেওয়া হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্র ছাত্রী অভিযোগ করেন টাকা দিতে অপারগতা জানালে আইসিটির শিক্ষক তাদের খাতা ছুঁড়ে ফেলেন। একজন ছাত্রীকে চড়-থাপ্পড় মারতে এগিয়ে আসেন। ছাত্র ছাত্রীরা বিষয়টি অন্যান্য শিক্ষকদের কাছে জানিয়েছেন বলে জানান।

টাকা আদায়ের ব্যাপারে আইসিটি বিষয়ের প্রভাষক মাহমুদা বেগমের ০১৭১৯ ও ০১৭৯১ সিরিয়ালের দুটি নাম্বার বন্ধ পাওয়া যায়।

তবে কলেজের অধ্যক্ষ নেছার আহমদ অভিযোগের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমাদের কোনো শিক্ষক, কর্মচারী কোনো শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার কোন অভিযোগ পাইনি।’