ওসমানীনগরে নৌকার মাঝি ভিপি শামীম

সকল অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হলেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি।

মঙ্গলবার (০৪ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের অনুষ্ঠিত যৌথসভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে এ ঘোষণা আসে। ওই সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি।

জানা যায়, গেল বন্যার আগে ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ প্রার্থীদের তালিকা প্রস্তুতি করে কেন্দ্রে পাঠানো হয়। তাঁরা ছিলেন, সিলেট সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান নাজলু, যুগ্ম সম্পাদক জাবেদ আহমদ আম্বিয়া, ওসমানীনগর যুবলীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সোহেল ও সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী।

এর মাঝে নৌকার মাঝি হতে প্রচারনায় ব্যস্ত ছিলেন সম্ভাব্য প্রার্থী এই ছয় আওয়ামী লীগ নেতা। কিন্তু ভয়াবহ বন্যার কারণে এতদিন প্রার্থী ঘোষণা স্থগিত ছিল।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা সম্পন্ন হয়। জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের উপস্থিতিতে আয়োজিত এ সভায় প্রার্থিতা ঘোষণা করেন দলের ছয় নেতা।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ২০ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পরিপত্রে স্থগিত হওয়া ওসমানীনগর উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৬ অক্টোবর, মনোনয়ন যাচাই-বাছাই ১০ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর এবং ২ নভেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।