জাফলংয়ে ভারতীয় মদসহ নারী আটক

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ভারতীয় মদসহ এক নারীকে আটক করেছে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর জোন)।

জানা যায়, বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি উত্তর জোন) এসআই আবুল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোয়াইনঘাট থানার পূর্ব জাফলং ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে সেলিনা বেগম (৫০) নামের ওই নারীকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। সেলিনা বেগম উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামের মনির হোসেনের স্ত্রী।

জেলা গোয়েন্দা শাখার ওসি (ডিবি উত্তর জোন) রেফায়েত উল্লাহ চৌধুরী আমদানি নিষিদ্ধ ১৭ বোতল ভারতীয় মদসহ এক নারীকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, সেলিনা বেগম নারী হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে জাফলং এলাকায় মদের ব্যবসা পরিচালনা করে আসছেন। তার বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।